খুলনা শহরের কোভিড রােগীদের খুলনা মেডিকেল কলেজ এবং খুলনা সদর হাসপাতালে ফ্রি সার্ভিসের মাধ্যমে আনা নেয়া করার জন্য এই দুইটি অ্যাম্বুলেন্স প্রদান করা হয়।
এই মহৎ উদ্যোগটি সম্পর্কে আকিজ গ্রুপ এর মাননীয় চেয়ারম্যান জনাব সেখ নাসির উদ্দিন বলেন, “ আকিজ গ্রুপ সব সময়ই দেশের মানুষের পাশে থেকেছে। জনগনের সুচিকিৎসা নিশ্চিতে, করােনার এই মহামারীর সময়ে আমাদের এই প্রচেষ্টা কিছুটা হলেও মানুষের সাহায্যে আসবে বলে আশা করছি”।
তিনি আরাে বলেন “দেশের মানুষের সাথে বেকম্যান’স করােনা ওয়ারিয়র্স-রাও আছে পাশে।” খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিন্সিপাল, প্রফেসর ডাঃ আব্দুল আহাদ এই মেশিনের মাধ্যমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের রােগীরা কিভাবে উপকৃত হবেন তা বক্তব্য তুলে ধরেন।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ভাইস প্রিন্সিপাল, প্রফেসর ডাঃ মেহেদি নেওয়াজ বলেন, এই হাইয়াে নেজল কেনােলা মেশিন – একজন সংকটাপূর্ণ রােগীর জন্য কতটা গুরুত্বপূর্ণ তা ব্যখ্যা করেন। জেলা প্রশাসক খুলনা, জনাব মনিরুজ্জামান তালুকদার এবং সিভিল সার্জন খুলনা, জনাৰ নিয়াজ মােহাম্মদ এই বিপদে এগিয়ে আসার জন্য আকিজ গ্রুকে বিশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেসমিন সুলতানা ম্যানেজার পাবলিক রিলেশন, (আকিজ জুট মিলস লিমিটেড), এস এম জাহিদ হােসেন,সভাপতি, প্রেসক্লাব, এবং হাসান আহমেদ মােল্লা সাধারন সম্পাদক ,প্রেসক্লাব, খুলনা । আরাে উপস্থিত ছিলেন আকিজ বেকার্স এর অন্যান্য উর্ধতন কর্মকর্তাবৃন্দ । শফিকুল ইসলাম তুষার চীফ মার্কেটিং অফিসার (সি এম ও) ফ্রী এম্বুলেন্স সার্ভিস এর ফোন নাম্বার-01322514826/01322514829