একইসঙ্গে সারাদেশে গড়ে তোলা অবৈধ বিড়ি-সিগারেট উৎপাদন ও বিক্রি বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের সেবা বিভাগের সচিব, বন ও পরিবেশ সচিব, শিল্প সচিব, শ্রম ও কর্মসংস্থান সচিব, স্বরাষ্ট্র সচিবসহ ৯ বিবাদীকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।
এক রিট আবেদনের শুনানি নিয়ে সোমবার (১৩ ডিসেম্বর) বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী শেখ রফিকুল ইসলাম।
এর আগে সারাদেশে অবৈধ বিড়ি সিগারেট ফ্যাক্টরি নিয়ে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন সংযুক্ত করে হাইকোর্টে রিট দায়ের করেন মাদকদ্রব্য ও নেশা বিরোধী কাউন্সিলের নির্বাহী পরিচালক পারভীন আক্তার। সে রিটের প্রাথমিক শুনানি নিয়ে এই আদেশ দিলো হাইকোর্ট ।