মিরপুরে অনুশীলনে পাকিস্তান ক্রিকেট দল। সিরিজ সামনে রেখে প্রথমবারের মত আজ অনুশীলনে নেমেছে পাকিস্তান ক্রিকেট দল। বিশ্বকাপ মিশন শেষ হওয়ার সাথে সাথেই বাংলাদেশে এসে পৌঁছায় পাকিস্তান ক্রিকেট দল। বাংলাদেশের সাথে আগামী ১৯ নভেম্বর শুরু হচ্ছে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
গত দু দিন ধরে ঢাকায় বৃষ্টি হচ্ছে বিরাজ করছে মেঘাছন্ন পরিবেশ। আজ সকাল থেকেও গুড়ি গুড়ি বৃষ্টির সাথে মেঘাছন্ন হয়ে আছে চারদিক। এর পরও সময় নষ্ট করতে চায়নি টিম পাকিস্তান। উইকেট কিপার রেজওয়ান ছাড়া সবাই নেমে পড়েছেন অনুশীলনে।
ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় মাঠে নেমেই সেরেছেন ওয়াম-আর্প। এর পর ছোট ছোট দলে ভাগ হয়ে তারা করছেন ফিল্ডিং অনুশীলন। লং অনুশীলন ও করে ফেলছেন এই সময়ে। বিশ্বকাপে হাসান আলীর ক্যাচমিস সহ ফিল্ডিং নিয়ে প্রশ্ন ওঠায় এই দিকে বিশেষ নজর দিয়ে অনুশীলনে ব্যাস্ত পাকিস্তান।
প্রধান কোচ সাকলাইন মোস্তাক এর অধীন এ সেরে ফেলেছেন ব্যাটিং বোলিং এর অনুশীলন এর কাজ। স্পিনাররা ও কয়েক অভার বল করে ঝালিয়ে নিয়েছেন তাদের।
বাবর আজম ও শোয়েব মালিক আজ সোমবার বাংলাদেশে আসবেন এবং মুল দলের সাথে যোগ দিবেন। ৫ বছর পর পাকিস্তানের সিনিয়রদের ছাড়াই বাংলাদেশ সফরে এসেছে পাকিস্তান টিম। তাই নতুন এই দলটাও বেশ রোমাঞ্চিত।
সিরিজ শুরুর আগে ৪ দিন অনুশীলনের সুযোগ পাবে পাকিস্তান দল। আজকের মত কাল মঙ্গলবার ও সকাল ১০ টা থেকে দুপুর ১ টা ৩০ পর্যন্ত অনুশীলন করবে তারা।